স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের সর্বস্তরের জনগণ কর্তৃক মোহাম্মদ আলী চৌধুরী কে সমাজসেবা এবং জনকল্যাণে অভূতপূর্ব অবদান রাখায় লৌহ মানব, ব্রিজ মাস্টার এবং জীবন্ত কিংবদন্তি পুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন।
মোহাম্মদ আলী চৌধুরীর পারিবারিক সূত্রে জানা যায়, তার বর্তমানে তিনি ৮৩ বছর বয়সে পা রাখলেন। তিনি ১৯৪০ সালের ৭ মার্চ দিনাজপুর ফুলবাড়ী উপজেলার রাজারামপুর জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তিনি যৌবন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত ফুলবাড়ী পার্বতীপুর ও দিনাজপুরের মানুষের সুখে-দুখে সব সময় পাশে থাকেন।
মোহাম্মদ আলী চৌধুরীর প্রচেষ্টায় দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ এখন প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ। ফলে দিনাজপুরবাসী কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের কলেজ ভবনটির নাম মোহাম্মদ আলী চৌধুরী নামকরণের দাবি করেছেন।
এদিকে তার ফলশ্রুতিতে ফুলবাড়ী কলেজ, ফুলবাড়ী রামভদ্রপুর হাই স্কুল, ফুলবাড়ী শরিফ উদ্দিন হাই স্কুলসহ বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের উন্নয়নমূলক কাজে যথেষ্ট অবদান রয়েছে। জীবনের শেষ বয়সে থেমে নেই মোহাম্মদ আলী চৌধুরী সমাজসেবা মূলক কর্মকাণ্ড।
অপরদিকে পার্বতীপুর-ফুলবাড়ী এলাকায় পল্লী বিদ্যুৎ-২ ভিন্ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। বর্তমানে মোহাম্মদ আলী চৌধুরী জীবন সায়ান্যে তথা জীবনের গোধূলি লগ্নে তার কোন বিরাম নেই।
এরই ধারাবাহিকতায় ৬ মার্চ ২০২৩ সোমবার সকালে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর জামে মসজিদের সিরামিকস টাইলসের কাজ উদ্বোধন করেন মোহাম্মদ আলী চৌধুরী।এ সময় মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ইসলামে সমাজ ও রাষ্ট্রকে অশান্তি জুলুম এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখার নির্দেশ রয়েছে বলেই ইসলাম শান্তির ধর্ম।
মানুষ যদি সত্যি শান্তি পেতে চায় তবে তার নিজের ইচ্ছামত জীবনযাপন না করে আল্লাহর দেয়ার বিধান মেনে চলতে হবে। তাই আল্লাহর প্রেরিত জীবন ব্যবস্থার নাম রেখেছেন ইসলাম।
ইসলাম শব্দের অর্থের মধ্যে বিশেষ গুণ এর পরিচয় পরিস্ফুটিত।
ইসলামই শুধু ইসলামের তুলনা। নাম থেকে বোঝা যায় যে, ইসলাম কোন ব্যক্তি বিশেষের আবিষ্কার নয়, ইসলাম নামটি আল্লাহ রাব্বুল আলামীন প্রদত্ত। তাই ইসলামের সঙ্গে রয়েছে মানুষের জীবনের সুগভীর সম্পর্ক।
জীবনাদর্শ, জীবন ব্যবস্থা ও জীবন বিধান হিসেবে ইসলামে রয়েছে সব সমস্যার সঠিক সমাধান। এতে রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান আর মৃত্যুর পর আখেরাতের অনন্ত-জীবনে নিশ্চিত সুখ শান্তি লাভের উপায়।