বি.এম রিয়াদুর রহমান রিয়াদ, স্টাফ রিপোর্টার।
শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ সাইফুল ইসলাম সাইফুল্লাহ কে সভাপতি ও মোরাদ হোসেন চাঁন কে সাধারণ
সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী ২০২৩) ঝিনাইগাতীর গজনী-অবকাশের মুক্তমঞ্চে বিকাল ৪ টার দিকে সকল সদস্যদের উপস্থিতিতে ১ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র-সহ সভাপতি-সারোয়ার হোসনে, সহ-সভাপতি-সাদ্দাম হোসেন সুবর্ণ,
যুগ্ন-সাধারন সম্পাদক(১) লিটন রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক(২) আবু রাইহান, সংগঠনিক সম্পাদক (১)- আনিস আহমেদ, সাংগঠনিক সম্পাদক (২):-মোঃ মনিরুজ্জামান মনির,সাংগঠনিক সম্পাদক (৩):- শান্ত সিফাত,দপ্তর সাম্পাদকঃ- সেলিম খান,কোষাদক্ষঃ- জহুরুল ইসলাম জনি,প্রচার ও
প্রকাশনা সম্পাদকঃ- তৌহিদুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদকঃ- ক্বারী বি.এম রিয়াদুর রহমান রিয়াদ ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ- আমিনুল ইসলাম,সদস্য১/ সোহাগ মিয়া,২/ মোঃ রাব্বি,৩/শাহজাহান মিয়া,৪/ফুরকান আহমেদ, ৫/ মিজানুর রহমান,৬/ জাকিয়া পারভীন জেরিন,৭/ শিউলি আক্তার,৮/ আরিফুল ইসলাম সহ আরো অনেকেই।