বি.এম রিয়াদুল রহমান রিয়াদ,স্টাফ রিপোর্টার:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬হাজার ৮শত কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক বোর ধান চাষীদের মাঝে রবি মৌসুমের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩হাজার ৪শত জনকে ২কেজি করে হাইব্রীড ধান বীজ ও ৩হাজার ৪শত বোর চাষীকে জন প্রতি ৫কেজি কেজি করে উচ্চ ফলনশীল উফশী ধান বীজ এবং জন প্রতি ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ উদ্বোধন করা হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক।