জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহে ছিনতাইকারীর হামলায় কুমার দাস (৬৫) নামের এক রিক্সা চালক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় । নিহত কুমার দাস ঝিনাইদহ শহরের মর্ডানপাড়ার মৃত পাগল দাসের ছেলে।
নিহতের ছেলে লিটন দাস জানান, বৃদ্ধ কুমার দাস, তার বাবা অন্যের রিক্সা ভাড়া নিয়ে চালাতো। প্রতিদিন বিকেলে রিক্সা নিয়ে বের হয়ে রাত ১০ টার মধ্যে বাড়িতে ফিরত। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেলে রিক্সা নিয়ে বের হয় কুমার দাস। রাত ১১ টার দিকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজিশুরু করে। এক পর্যায়ে রাত ২ টার ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা নামক স্থানে ব্যাটারী খোলা রিক্সা পাওয়া যায়। রাতভর শহরের বিভিন্ন স্থানে খুজে কুমার দাসকে পাওয়া যায় নাই। শুক্রবার সকালে শহরের ভুটিয়ারগাতি এলাকার একটি বাগানের মধ্যে কুমার দাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মারা যায় কুমার দাস।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি ব্যাটারি ছিনতাই করার জন্য দুস্কৃতিকরীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এর সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি। আশা করছেন খুব দ্রুতই আসামী গ্রেফতার হবে।