টানা তৃতীয় বার নৌকার মাঝি হলেন মোস্তাফিজ
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে করতে তৃতীয় বারের মতো চট্টগ্রাম- ১৬ বাঁশখালী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
(২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সারা বাঁশখালী জুড়ে মিষ্টি বিতরণ আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলমের নেতৃত্বে কালীপুর ইউনিয়নে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম,বাঁশখালী থানা ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল ইসলাম সৌরভ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম,আওয়ামী লীগ নেতা আমির আহমদ, জাহাঙ্গীর আলম,আমির হোসেন মিন্টু, মোঃ কামরান, রাকিবুল আলম,আবু তালেব,
গিয়াস উদ্দিন,শাহাদাত হোসেন, মোঃ মামুন,মোঃ শোইয়াভ, আব্দুল আজিজ, বখতেয়ার, আলাউদ্দিনসহ বিভিন্ন ইউপি সদস্য বৃন্দ এবং আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।