ট্রাক ড্রাইভার আল-আমিনকে হত্যাকরে ট্রাক ও রড ছিনতাইয়ের ঘটনায় প্রায় দুই মাস পর পলাতক শাহিন গ্রেফতার
সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।।
ট্রাক ড্রাইভার আল-আমিনকে হত্যা করে ট্রাক থাকা একেএস কােম্পানির ১৩ মেট্রিকটন রড ছিনতাই করার ঘটনায় জড়িত থাকার অভিযােগে শুক্রবার (৭জুন) রাত আনুমানিক ৯টার দিক ঢাকা নারায়নগঞ্জ এলাকার পল্লোবি রেললাইন সংলগ্ন থেকে মাে: শাহিন (২৮) নামক এক যুববকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব। শুক্রবার (০৭ জুন) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল।
গ্রেফতারকৃত শাহিন দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নর খলিশাখালী গ্রামের মাে: সিদ্দিক হাওলাদারের ছেলে। শাহিন ট্রাক ড্রাইভারকে খুন করে ১৩ মরট্রিকটন রড ছিনতাই ঘটনায় গত এপ্রিল মাসের ১৭ তারিখ থেকে পলাতক ছিলেন।
উল্লখ্য, গত মাসের ১৭তারিখ চট্টগ্রামের আবুল খায়ের ইন্ডাট্রিজ এর কারাখানা থেকে ঢাকা মেট্রা-ট-১৬-৫১৩৮ নম্বরের একটি ট্রাক ১৩ মট্রিকটন রড নিয়ে বাউফলের কালিশুরী বাজারের উদ্দশ্যে রওয়ানা দেয়। পরের দিন ১৮তারিখ বাউফল উপজেলার কালিশুরীর খান এটারপ্রাইজে রডগুলাে আনলাড করার কথা ছিলাে। কিন্তু ১৮তারিখ ট্রাকের ড্রাইভার আল-আমিনকে ফােন করে ফােন বন্ধ পান তার মামা ট্রাকর মালিক মাে. সবুজ। ২০তারিখ দশমিনা উপজলার রনগাপালদীর পাতার চর তেঁতুলিয়া নদীতে দুই হাত বাধা অবস্থায় অজ্ঞাত পরিচয়র এক ব্যক্তির লাশ উদ্ধার করে দশমিনা (হাজির হাট) নৌ-পুলিশ। পরে মামা সবুজ খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই লাশ তার ভাগ্নে আল-আমিনের। ময়নাতদন্ত শেষে আল আমিনের লাশ চাঁদপুর গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়। এঘটনায় নিহতর মামা বাদী হয় দশমিনা থানায় অজ্ঞাতনামা আসামীদর বিরুদ্ধ একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশের একাধিক টিম। পরে গতমাসের ২৩তারিখ মঙ্গলবার রাত বাউফলর দাসপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয় মাসুদ রানার একতা এটারপ্রাইজর গােডাউন থেকে ছিনতাইকৃত ১৩মট্রিকটন রডের প্রায় ৯মট্রিকটন রড বাউফল থানা পুলিশর সহায়তায় দশমিনা (হাজির হাট) নৌ-পুলিশ উদ্ধার করে। এবং একতা এটার প্রাইজের ম্যানেজার নান্নু মিয়া (৪৫), কর্মচারী দিলিপ (৫০) ম্যানেজার শাহিদুল (৪০) এবং দশমিনা উপজলার ৬৯ নম্বর মধ্য জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ঠিকাদার মাে. মজিবুর রহমান (৪৫) কে পুলিশ আটক করেন। অপরদিকে রড পরিবহনের কাজে নিয়ােজিত ট্রাকটি বাকেরগঞ্জের বােয়ালিয়া বাহাদুরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এবিষয় মামলার তদÍকারী কর্মকর্তা দশমিনা (হাজির হাট) নৌ-পুলিশর এসআই আল-মামুন বলেন, ট্রাক ড্রাইভার আল-আমিনকে হত্যা করে ট্রাক থাকা একেএস কাম্পানির ১৩ মট্রিকটন রড ছিনতাই করার ঘটনায় জড়িত থাকার অভিযােগ শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা নারায়নগঞ্জ থেকে বরিশাল র্যাব-৮ শাহিনকে গ্রেফতার করে। অতি অল্প সময়ে এ হত্যাকান্ড ও মালামাল ছিনতাইয়র ঘটনার মুল নায়কসহ জড়িত সকলকে আইন আমল আনা হবে।