ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে সেপ্টেম্বরে — সিআরইসি ও রেল কর্মকর্তাগন ট্রায়াল রান পরিদর্শন
ওবায়দুর রহমান , স্টাফ রিপোর্টার:
আগামী মাসের (সেপ্টেম্বর/২৩) প্রথম সপ্তাহে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলাচল করবে ট্রেন । তবে সেপ্টেম্বর মাসের কোন তারিখে উদ্ধোধন করবেন এখন তারিখ নির্ধারণ করা হয় নি । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন চলাচলের শুভ উদ্ধোধন করবেন।
শনিবার বেলা ১ টার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা ও ভাঙ্গা হাসামদিয়া পুরোতন রেলষ্টেশন পর্যন্ত ট্রায়াল রান পরিদর্শন করেন সিআরইসি (C.R.E.C ) সহ রেলের উদ্বর্তন কর্মকর্তারা। পরে তারা সিআরইসি অফিস ও রেল লাইন ওয়ার্কশপ সহ কাজের অগ্রগতির পরির্দশন করে দুইটার দিকে তারা ঢাকার উদ্দেশ্য রওনা দেন ।
নাম প্রকাশ না করা সর্তে এক কর্মকর্তা জানান, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে ভাঙ্গা রেল যোগাযোগ চালু হবে। এই জন্য তাদের আরো কয়েক বার পরির্দনের আসতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ উদ্ধোধন করবেন। সেহেতু কাজের কোন ত্রুটি আছে কিনা তাহার খোঁজ খবর নিবেন। সুত্র আরো জানান, ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেলষ্টেশন এবং বামন কান্দা হবে যশোর জংশন । এখানে কর্মযজ্ঞ পুরোদমে এগিয়ে চলছে। আগামী ২০২৪ সালের জুন মাসে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিঃ মিঃ সেপ্টেম্বর ট্রায়াল রান করাতে পারবে।
তিনি আরো বলেন, ভাঙ্গার বামনকান্দা রেলষ্টেশনে ৬টি ট্রেনলাইনের কাজ প্রায় শেষের পথে। এই নতুন ট্রেন লাইন দিয়ে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেন চলাচলের করবে । আর আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ট্রেন চালাচল শুরু হলে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে ।
পদ্মা রেল প্রকল্পের চায়না ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী ও রেলওয়ের উদ্ধোতন কর্মকর্তাবৃন্দ ট্র্যায়েল রান পরির্দশন করার সময় উপস্থিত ছিলেন।