তেঁতুলিয়ায় যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
আহসান হাবীব, সত্যকন্ঠ;পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সময়ের জনপ্রিয় দৈনিক যায় যায়দিন পত্রিকা ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার ইএসডিও’র মহানন্দা কটেজ সেমিনার কক্ষে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা সুজনের সভাপতি কাজী মকছেদুর রহমান,
সাংবাদিক এমএ বাসেত, আব্দুর রাজ্জাক, জার্নালিষ্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এসকে দোয়েল, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, অর্থ সম্পাদক জুলহাস উদ্দিন, দপ্তর সম্পাদক আল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। পত্রিকাটির প্রকাশের শুরু থেকেই আমি পাঠক ছিলাম। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ, জাতীয় উন্নয়ন এবং অগ্রগতির সব অর্জনকে সঠিকভাবে তুলের ধরার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যেই পাঠক নন্দিত হয়ে উঠেছে। গণমুখী বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পত্রিকাটি তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করছি। ভবিষ্যতে এমন ইতিবাচক ও গঠনমুলক কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।
কেক কাটা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের কন্ঠে সুরেলা গানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।