ক্রীড়া প্রতিবেদক,
দক্ষিণ চট্টগ্রামের মহিলা ফুটবল এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ এরশাদ ও আজিজুল হক।
দক্ষিণ চট্টগ্রামজুড়ে ক্রীড়াঙ্গনে জেলা,উপজেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রমীলা ফুটবল লীগে ক্রীড়া প্রেমি এরশাদ ও আজিজের পরিচালনাধীন নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমীর ছাত্রীদের সমন্বয়ে গঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম জেলা বিভাগীয় পর্যায়ে সাম্প্রতিক বাঁশখালী উপজেলার ছনুয়া খুদুক খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে হয়েছে রানার আপ,২০২২নভেম্বরে সমাপ্ত হওয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ
(অনুর্ধ্ব-১৭)চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি আনোয়ারা ৬জন,বাঁশখালীর ৬ জন মোট ১২জন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম জেলা বালিকা টিম হয়েছে চ্যাম্পিয়ান,উক্ত টিমে খেলোয়াড় সংখ্যা ছিল মাত্র ১৭ জন,তা ছাড়া চলমান ঢাকা প্রমিলা ফুটবল লীগে এফসি ব্রাহ্মণবাড়িয়া, আগের বছর সিলেট এফসির হয়ে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল
একাডেমির ছাত্রী ফাহিমা সুলতানাসহ দুই জন ঢাকা লীগ খেলার সুবর্ণ সুযোগ লাভ করাসহ চলিত মাসে প্রমিলা ফুটবল লীগে খাগড়াছড়ি রামগড় উপজেলা ডিস কাপে রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলতে যায় এরশাদের গড়া টিমের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম রামগড় উপজেলা ক্রীড়া সংস্থাকে সফলতার সাথে ফাইনালে উত্তীর্ণ করার সুবাদে রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা পেয়েছে চ্যাম্পিয়ানের স্বাদ,তা ছাড়া এরশাদের প্রচেষ্টায় দক্ষিণ চট্টগ্রামের সর্ব
প্রথম মহিলা ফুটবল একাডেমি ২০১৭ সালের শুরুতে আনোয়ারা মহিলা ফুটবল একাডেমি নামকরণ করে প্রতিষ্ঠান চালু করা হলেও কিছু দিন যেতে না যেতে বিভিন্ন সমস্যা মুখে পড়তে হয়েছে, পরে সাবেক ইউপি সদস্য আজিজুল হকের সহয়তা নিয়ে পরবর্তীতে তিনিসহ বিষয় টি এমপি ওয়াশিকা আয়শা খান মহোদয়কে
জানালে তিনি ওনার মাতার নামে করা অনুমতি প্রদান করেন,ওনার সহযোগিতা পেয়ে,সাপ্তাহে তিন দিন এরশাদের অর্থায়নে সাপ্তাহে তিনদিন চট্টগ্রাম শহর থেকে সাবেক ঢাকা আবহানীর গোলরক্ষক মোঃ আলী ভাইকে এনে নিয়মিত ছাত্রীদের অনুশীলনে রেখে,আলীর দক্ষ প্রশিক্ষণে মেয়েরা সু- গঠিত হয়ে উপজেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধধ ১৭) টুর্নামেন্ট প্রথম আসরে,নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি ছাত্রীদের সমম্বয়ে গঠিত
টিম আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা হয়েছে চ্যাম্পিয়ান,দ্বিতীয় আসরে হয়েছে রানারআপ, একই বছর পেয়েছে শিফা দাশ ও আলিফা আক্তার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে পেয়েছে ভর্তির সুযোগ, এমনকি ২০২২ সালে চট্টগ্রাম মহানগর পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধধ ১৭) ফুটবল টুর্নামেন্টে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি সকল ছাত্রী দের নিয়ে গঠিত টিম কোতোয়ালি উপজেলা ক্রীড়া সংস্থা হয়েছে চ্যাম্পিয়ান।
এছাড়াও এরশাদ মহিলা ফুটবল একাডেমির পাশাপাশি বাঁশখালীতে ২০১১ সালে শহিদুল মোস্তফা চৌধুরী মিজানের সহযোগিতা নিয়ে গড়ে তুলেছে বাঁশখালী ক্রিকেট একাডেমি,
বর্তমানে ওই প্রতিষ্ঠানের ছাত্ররা দেশের বিভিন্ন লীগ অংশগ্রহণ করাসহ দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়া এবং ইন্ডিয়ায় আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে এসেছে ৬ জন বাঁশখালী ক্রিকেট একাডেমির ছাত্র, এমনকি প্রতি বছর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগে অন্তত ৩০-৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে,এছাড়াও চলিত বছর চট্টগ্রাম জেলা (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট টিমে
আশরাফুল ইসলাম ও তানভীসহ দুই জন ছাত্র
পেয়েছে খেলার সুযোগ,সুযোগ লাভ করায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে বাঁশখালী উপজেলার গুনাগারীর এরশাদ এখন ক্রীড়া জগতের দক্ষ সংগঠক হিসেবে বেশ পরিচিতি ও সুনাম অর্জন করতে পেরে সংরক্ষিত মহিলা সাংসদ ওয়াশিকা আয়েশা খান,বাঁশখালী ক্রিকেট একাডেমি চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজানসহ ক্রীড়া প্রেমিদের ও তাঁর ক্রীড়া একাডেমিকে দক্ষতার সাথে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার সহ ও নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমীর প্রধান প্রশিক্ষক মোহাম্মদ আলী এবং একাডেমির সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এরশাদ।