দারিদ্র বিমোচনে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি-উপদেষ্টা শারমিন এস মুরশিদ
বিলাল হুসাইন,স্টাফ রিপোর্টার:
ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৫:
দারিদ্র বিমোচনে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কেননা সামাজিক নিরাপত্তা কর্মসূচি যা দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবার হাতিয়ার উল্লেখ করে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দারিদ্রের সূচকে বাংলাদেশের উন্নতি ঘটেছে কিন্তু নিউট্রিশনে আমরা অনেক পিছিয়ে আছি যদিও দারিদ্র ও নিউট্রিশন খুব কাছাকাছি থাকে। দেশে যে হারে দারিদ্র কমেছে সেহারে নিউট্রিশনের কোন উন্নয়ন হয়নি। তিনি বলেন দরিদ্র শিশুদের বেড়ে ওঠা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য নিউট্রিশনের উপর জোর দিতে হবে।
তিনি আজ ঢাকায় স্থানীয় হোটেলে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘ বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো পুষ্টি সংবেদনশীল করে তোলা ‘ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
গোলটেবিল বৈঠকে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আসফিয়া আজিমের সঞ্চালনায় বৈঠকে অন্যানের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখার অতিরিক্ত সচিব মোঃ খালেদ হাসান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ, ডব্লিউএফপির সামাজিক সুরক্ষার মোহাম্মদ মামুনুর রশিদ, বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়াসেক এ রেজা, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা খাতুন, মানুষের জন্য ফাউন্ডেশন এর সিনিয়র সমন্বয়ক মোঃ জিয়াউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনী এবং বিএনসিসির মহাপরিচালক ডাক্তার মোঃ মাহবুবুর রহমান প্রমূখ বক্তৃতা করেন।
উপদেষ্টা বলেন, গ্রামীণ দরিদ্র গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রতি মাসে ৮০০ টাকা হারে ৩৬ মাস ভাতা দেওয়া হয়, যা দিয়ে দারিদ্র্যকে অপমান করা হয়। তিনি উল্লেখ করে একই সাথে বলেন, পুষ্টি চাল নিয়ে যেহেতু কোনো গবেষণা নেই তাই এই চাল পুষ্টির ঘাটতি কতটা পূরণ করে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন ফর্টিফাইড রাইসের বিশাল বাজেট। আমার হাতে একটা রিসার্চ ডকুমেন্ট পাইনি, এই ফর্টিফাইড রাইস নিয়ে।
পর্যাপ্ত মনিটরিং রিপোর্ট ও রিসার্চ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার দেশের ভাত, শাক-সবজি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। রিসার্চ ছাড়া কোন নিউট্রিশন বা ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না।
তিনি আরো বলেন, ইউনিসেফ ডাটা বলছে ১০০ জনের মধ্যে ৪৬ জনকে ভুল সার্ভিস দিচ্ছি অর্থাৎ যে চাল, ভাতাটা যার কাছে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না। আমাদের কোনো টার্গেটিং স্ট্রাটেজি ভালো নেই , এজন্য মন্ত্রণালয়গুলোর দায় নিতে হবে। তিনি বলেন, রিভিউ করতে হবে এবং নতুন লিস্ট তৈরি করতে হবে। একটা ডেটাবেইজড ডিজিটালি আপলোড করতে হবে যাতে যাদের পাওয়া উচিত তাদের কাছে পৌঁছবে।