দীর্ঘদিন ধরে ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁশখালী থানা পুলিশে আপোষ-মীমাংসা
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার কালীপুর ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার তিন ভাইয়ের মধ্যে ১৫ বছরও বেশি সময়ের চলমান বিবাদ বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় আপোষ-মীমাংসা করা হয়েছে।
(৪ নভেম্বর )শুক্রবার থানায় অভিযোগের দায়ের ভিত্তিতে দুই ভাইকে নিয়ে বসতবাড়িতে শালিশী বৈঠকের আয়োজন করা হয়।উপজেলার কালীপুর ১নং ওয়ার্ড পূর্ব গুনাগরী এলাকার আব্দু ছমদের তিন ছেলে মো.কামাল উদ্দিন ও মোঃ মুবিন এবং মোঃ ইউনুসের স্ত্রী জেসমিন আক্তারে সাথে দীর্ঘদিনের চলাচল পথ নিয়ে বিরোধ ছিল।
সেই বিরোধের জের ধরে বাঁশখালী থানাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আদালতে বেশ কয়েকটি পাল্টাপাল্টি মামলা দায়ের করেন এই তিন ভাই।পরে সেই মামলার তদন্তের ভার এসআই মনোয়ার হোসেনকে দিলে, সেই ঘটনাস্থল পরিদর্শন করে চলমান বিরোধ নিষ্পত্তি জন্য তিন ভাইদেরসহ তাদের প্রতিনিধিদের নিয়ে সামাজিক ভাবে বৈঠকের আয়োজন করেন।
পরে উভয় পক্ষসহ তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে দুই পক্ষের কথা শুনে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলে,উভয় পক্ষের সম্মতিক্রমে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়।থানায় দায়ের করা সব অভিযোগ তদন্তকারী কর্মকর্তা রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ার হোসেন বলেন,
বিষয়টি ব্যাপারে অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে তিন ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে যে চলাচল পথ
নিয়ে এতো বিরোধ ছিল সেই পথ খুলে দিয়ে দীর্ঘ ১৫ বছরের ভাইয়ে ভাইয়ে বিবাদ নিষ্পত্তি করতে পেরে ভালো লাগছে।মীমাংসা শেষে মূহুর্তে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।এবিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম’ বলেন,
থানায় অভিযোগের ভিত্তিতে উভয়ই সাথে সমন্বয় করে দ্বন্ধ নিরসনে জন্য এসআই মনোয়ার হোসেনকে দায়িত্বভার প্রদান করি,পরে সেই তার বিচক্ষণ মেধা ও সু -কৌশলে দীর্ঘদিনের ভাইয়ে ভাইয়ে বিবাদ সমাধান করতে পেরে আমরা আনন্দিত।তাদের উজ্জ্বল ভবিষ্য কামনা করি।তিনি আরও বলেন,বাঁশখালী থানা পুলিশ উপজেলার মানুষের সমস্যা সমাধানের ব্যাপারে সার্বিক সহযোগিতায় সর্বদা সচেষ্ট।