লাখো মুসুল্লির আমিন আমিন ধ্বনিতে মুখোরিত গোটা ইজতেমা ময়দান।।দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া
স্টাফ রিপোর্টারঃ
দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত হয়েছে।
গত ১৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার সূচনা করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জে রংপুর চিনিকলের ইক্ষু খামার এলাকায় এ বছর এই জেলা ইজতেমার আয়োজন করা হয়।
১৮ ফেব্রুয়ারী শনিবার লাখো মুসুল্লির অংশ গ্রহনে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তিন দিন ব্যাপি জেলা ইজতেমা। এসময় আমিন আমিন ধ্বনিতে মুখোরিত হয় গোটা ইজতেমা ময়দান।মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
মোনাজাতে অংশ গ্রহণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন,গোবিন্দগঞ্জ আসনের সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগ
সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও দেশী বিদেশী প্রায় তিন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লি।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মাদ অজেদুল্ল্যা ।