ধামইরহাটে রমজানে বাজার নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের সাথে ইউএনও’র মত বিনিময় সভা
মোঃ মোস্তাফিজুর রহমান,ধামইরহাট উপজেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আসন্ন রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বেলা ১১ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসদর থেকে আগত
হোটেল, মুদি, ব্যকারিসহ বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীগণদের নিয়ে মত বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য
রাখেন ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি সামসুজ্জোহা হাকিম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, ব্যবসায়ী নেতা রুহুল
আমিন, দেওয়ান জাহিদ হাসান, প্রবীন ব্যবসায়ী লুৎফর রহমান, আবুল খায়ের, হোটেল ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইউএনও আরিফুল ইসলাম সকলকে রমজানের
পবিত্রতা রক্ষা করে সিয়াম -সাধনার মাসে কোন প্রকার অনিয়ম থেকে দুরে থাকার জন্য এবং পূর্বের ন্যায় পন্যের স্বাভাবিক মুল্যে বিক্রির নেওয়ার আহবান জানান। বাজার মনিটরিংয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান।