নড়াইলের আফরায় প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
গোলাম রসুল বাঘারপাড়া(যশোর) থেকেঃ
নড়াইল সদর উপজেলার ৭ নং শেখহাটি ইউনিয়নের আফরায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আফরা প্রি- ক্যাডেট স্কুলের আজ ৩০ ডিসেম্বর ২০২৪ইং শনিবার সকাল ১০টায় বার্ষিক পরিক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থিদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ডা.মো. ওমর আলী মোল্লার সভাপতিত্বে মো. হাদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলার ৭ নং শেখহাটি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাবু গোলক চন্দ্র বিশ্বাস।
প্রধান উপদেষ্টা হিসাবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো.মাহাবুব মোল্লা (বাবু) প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ৭ নং শেখহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.কুদ্দুস আলী ফকির।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সিঙ্গীয়া আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ বাবু সুজিৎ কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সমাজ কল্যান মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান, বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক বি এম আজিজুল রহমান, আফরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম,
আই সি টি আফরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহা মো. কল্লোল মুন্সি, ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বর এম এম জাকির হোসেন, মো. আমজাদ হোসেন গাজী, মো. রফিকুল ইসলাম (মিকদার) মো.হুমায়ুন খান। এছাড়াও এসময় মঞ্চে উপস্হিত ছিলেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া সাংবাদিক ইউনিটের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো.রুহুল আমিন মোল্লা।
এ শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মো. আ. রাজ্জাক মোল্লা। সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন সোনিয়া খাতুন, নাসরিন সুলতানা, রোকাইয়া খাতুন, রেশমা খাতুন, খাদিজা খাতুন, মুক্তা খাতুন ও ফাতেমা খাতুন। এ শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে শিক্ষার মান আরও উন্নতি হয় সেই লক্ষে মেধা কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ শিক্ষা প্রতিষ্ঠান একটা মডেল শিক্ষা একাডেমি হিসেবে দেখতে চান আজগের এ ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের