নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশ নির্মাণের মূল সৈনিক:এমপি শাওন
ফারহান-উর-রহমান সময়ত,,জুমদ্দিন ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলার তজুমদ্দিনে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে ট্যাব বিতরণ ও মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচি আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম”র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন,নতুন প্রজন্ম হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল সৈনিক।তাই তাদেরকে প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নাই।
পরে ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।