নরসিংদী সদর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
৬ষ্ঠ নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ওয়ালিউর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান বেগম গণের উপজেলা প্রশাসনের আয়োজনে ১০জুন সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন। গত ৩জুন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নেওয়ার পর আজ থেকে তাদের ১ম কার্য দিবস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী সদর উপজেলা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউসার সুমন, শিলমান্দী ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, চরদিঘলদী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, কাঠালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এবাদউল্লাহ, চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, হাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ খান পিন্টু সহ সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।