নরসিংদীর মাধবদীতে মহান মে দিবস পালন
সুমন পাল, নরসিংদীঃ
নরসিংদীর মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে উপলক্ষে মাধবদী শহর শ্রমিক লীগ, মাধবদী শহর তাতীলীগ, গৃহনির্মাণ, কার, মাইক্রো সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো শ্রমিক লীগের কার্যালয়ে এসে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৮৮৬ সালের পহেলা মে সিকাগো শহরের হে মার্কেটে আন্দোলন লড়ায়েরত বুর্জোয়াদের পুলিশ বাহিনীর গুলিতে নিহত শ্রমিকদের গায়ে পরিধেয় রক্তাক্ত শার্ট হয়ে উঠেছিল লাল পতাকা। আর এই পতাকাই প্রতিষ্ঠিত ও মজবুত করেছিল দুনিয়ার মজদুর এক হওয়ার স্লোগান।
দিবসটির তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনা সম্বলিত বক্তব্য রাখেন মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রধান, মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম পারভেজ, মাধবদী শহর তাতী লীগের আহবায়ক সামস্ সুমন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মাহাবুব আলম, সহ সভাপতি আলী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসেম মিয়া, মাধবদী পৌরসভা ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ সহ বিভিন্ন পেশার কয়েকশত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী।