নাভারণ-সাতক্ষীরা সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি নিহত।
জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) :
যশোরের নাভারণ-সাতক্ষীরা হাইওয়ে সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম মিঠু (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার(২ জানুয়ারি) দুপুরে যশোর- সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত মিঠু ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী পাবনা জ-১১০০৯৯ নাম্বারের একটি বাস হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা খেয়ে সড়কের উপরে পড়ে যায়।একই সময়ে বাসটি তার মাথার উপর চাপা দিয়ে বেরিয়ে যেতে চাইলে মোটরসাইকেলটি বাসের নিচে আটকিয়ে যায় এবং ঘটনাস্থলে মিঠুর মাথা বাষ্ট হয়ে তার মৃত্যু হয়। তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন বলে জানা যায়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,লাশ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে তিনি জানান।