মো নাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার নিয়ামতপুরের উপজেলার ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামের মাদ্রাসা মাঠে আজ ২৮ ডিসেম্বর একদিন ব্যাপী হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন মন্ডল, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুল হক, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,সহ-সভাপতি আইনুল
হক,সাধারণ সম্পাদক সনজিত কুমার দাস, নিয়ামতপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জামশেদ, ডি এস বি নাজমুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রকি। এই সময় প্রধান অতিথি উক্ত মেলার কার্যক্রম উদ্বোধন করেন। উক্ত হস্তশিল্প মেলাই গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়।
নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন উক্ত প্রেসক্লাবের সভাপতি। মেলাকে কেন্দ্র করে সকাল থেকে সিদাইন গ্রাম সহ আশপাশের এলাকায় উৎসব মকর পরিবেশ বিরাজ করে । এই সময় উক্ত ইউনিয়নের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন,খাতা,কলম ও নগদ অর্থ বিতরণ করা হয়। হস্তশিল্প এই মেলার বিশেষ আকর্ষণ ছিল দুপুর ১২ টায় ঘোড়া
দৌড় প্রতিযোগিতা। এই সময় অতিথিরা মেলার স্ট্ল গুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিশেষ আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন বিভিন্ন জায়গায় থেকে আগত দর্শনার্থীরা । মধ্যাহ্ন ভোজ শেষে শীতে পড়ন্ত বিকেলে গ্রামীন ঐতিহ্য লাঠি খেলার আয়োজন করা হয় । উক্ত হস্তশিল্প মেলার সার্বিক সহযোগিতা করেন এম এন বন্ধন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোফাজ্জল হক।