সুমন পাল, নরসিংদীঃ
কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্ত্তণ ইহাই সনাতন ধর্ম শাস্ত্রেও সার সিদ্ধান্ত। তাই জগৎ মঙ্গলার্থে বিগত বছরের ন্যায় এবারও মাঘী পূর্ণিমা উপলক্ষে নুরালাপুর শ্রী শ্রী কৃষ্ণ চন্দ্র সাধু বাবার ১০১তম বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী কৃষ্ণ চন্দ্র
সাধু ও সাধু মা আমরীর সমাধী আশ্রমে বাৎসরিক পূজা উপলক্ষে গত ৩০শে জানুয়ারী থেকে ৫ই ফেব্রুয়ারী পর্যন্ত ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। যার মধ্যে গীতা পাঠ করেন ভক্তপ্রবর শ্রী মনিন্দ্র দেবনাথ, ভক্তপ্রবর শ্রী রামানন্দ মল্লিক, পদাবলী কীর্ত্তন পরিবেশন করেন উত্তম আনন্দী সম্প্রদায়, রাধারানী সম্প্রদায়,
শ্রীমতি নন্দিনী হালদার(কৃষ্ণা), শ্রীমতি ঝর্ণা রায়, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, ভক্তিমূলক গান। এসময় উপস্থিত থেকে স্বার্বিক সহযোগিতা করেন মন্দির কমিটির উপদেষ্টা তপন পাল, সভাপতি নকুল বণিক, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝন্টু সাহা, সাংগঠনিক