নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকাণায় প্রাথমিক সরকারি স্কুলগুলােতে শিক্ষক সংকট পড়ালেখা ব্যাহত হছে। শিক্ষার্থীরা প্রয়ােজনীয় শ্রেণীপাঠ না পাওয়ায় স্কুলগুলােতে শিক্ষা কার্যক্রম হুমকিতে পড়ছে। শিক্ষক, শিক্ষাথী ও অভিবাবকরা দ্রুত শিক্ষক পদায়নের দাবি করছেন।
নেত্রকাণায় এক হাজার ৩১৪টি প্রাথমিক সরকারি স্কুল রয়েছে। এই বিদ্যালয় গুলোতে প্রাক প্রাথমিকসহ মাোট ৩ লাখ ৮১ হাজার ৯৩৫ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। স্কুলগুলােতে ৮ হাজার ২১১জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন ৬ হাজার ৮৪৩জন। ১ হাজার ৩৬৮জন শিক্ষকের পদ শুণ্য অবস্থায় রয়েছে। এর মধ্যে স্কুলগুলােতে সহকারি শিক্ষকের পদ রয়েছে ৬ হাজার ২৬৮ টি।
এর বিপরীতে বর্তমান শিক্ষক পদায়ন আছেন ৫ হাজার ৮৮২ জন। এর মধ্যে অসুস্থ ও নানা কারনে অনেকেই ছুটিতে থাকায় প্রতিদিন স্কুলে শ্রেণী পাঠ করাছেন কম সংখ্যক শিক্ষক। সহকারি শিক্ষকদের শূণ্যপদগুলা ছাড়াও স্কুলগুলোতে প্রধান শিক্ষকের পদটিও খালি পড়ে আছে
দীর্ঘদিন ধরে। জেলায় ১ হাজার ৩১৩ টি প্রধান শিক্ষকের পদের মধ্যে আছেন ৯৬১ জন। এছাড়াও শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় নতুন আরও ৬৩০ টি সহকারি শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। এতে স্কুলে পড়ালখা কার্যক্রম ধস নেমে এসেছে। শিক্ষার্থীরা বঞ্চিত হছে কাংখিত মানের লেখাপড়া থেকে।
শিক্ষকরাও বলছেন, শিক্ষক সংকট শিক্ষার্থীদর শ্রেণীপাঠ দিতে তারা পড়ছেন বিপাকে।
জীবনের ভিত্তি গড়ার প্রাথমিক স্তরে মানসম্মত লেখাপড়া না হওয়ায় সন্তানদের নিয়ে দূরচিন্তায় থাকা অভিবাবকরা দ্রুত শিক্ষক পদায়নের দাবি জানিয়েছেন।
শিক্ষক সংকটর কথা স্বীকার করপ্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, দ্রুত এসব স্কুলের শূণ্যপদে শিক্ষক নিয়াগের ব্যবস্থা করা হবে।
মােহাম্মদ ইমদাদুল হক (সহকারি) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, নেত্রকাণা)
সহকারি আর প্রধান শিক্ষকের শুণ্য পদগুলা দ্রুত পদায়ন শুধু আশ্বাস নয় ,কার্যকর পদক্ষপ চান শিক্ষক, শিক্ষার্থীসহ অভিবাবকরা।