জাহাঙ্গীর আলম,নেত্রকোণা প্রতিনিধিঃ
ট্রেনের ধাক্কায় ৭১’ বাংলা টিভি নেত্রকোণা জেলা প্রতিনিধি পাপ্পু মজুমদার (৩৫) মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ (১৫ ফেব্রুয়ারি বুধবার) বিকেলে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ইস্পিঞ্জাপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত পাপ্পু মজুমদার নেত্রকোণা জেলা শহরের অজহর রোডের স্বপন মজুমদারের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সংবাদকর্মী পাপ্পু মজুমদার বুধবার বিকেলে মোটর সাইকেলে করে শিশু সন্তানকে নিয়ে নেত্রকোণার মোহনগঞ্জে স্ত্রীর কর্মস্থলে যাচ্ছিলেন। তার স্ত্রী বেসরকারী উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি মোহনগঞ্জ অফিসে কাজ করেন। বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহ-
মোহনগঞ্জ রেলপথের ইস্পিঞ্জাপুর নাম স্থানে মোটর সাইকেল থামিয়ে শিশু সন্তানকে একটি দোকানে বসিয়ে রেখে রেলাইনের পাশে প্রকৃতির ডাকে সারা দিতে যান। পরে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে সন্তানের কাছে ফিরছিলেন। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটর ট্রেন তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সাথে যোগাযোগ করা হরে তিনি জানান, ট্রেনের সাথে ধাক্কা খেয়ে পাপ্পু মজুমদারের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবে।