নেত্রকোণায় মুক্তি হত্যায় অভিযুক্ত কাউছার আটক
জাহাঙ্গীর আলম,নেত্রকোনা:
নেত্রকোণার বারহাটায় ধারালো অস্ত্রের কোপে স্কুল ছাত্রী মুক্তি রানি বর্মণ হত্যার ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক কাউছার মিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল তিনটার দিকে তাকে আটকের কথা জানায় পুলিশ।
বারহাট্রা থানার ওসি খোকন কুমার সাহা জানান, উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের একটি জঙ্গল থেকে কাউছারকে আটক করে জেলা পুলিশের সম্মিলিত একটি দল। কাউছারকে এখন থানায় আনা হচ্ছে।
স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মন (১৬) উপজেলারবাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে ও প্রেমনগর ছালিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার (২ মে) উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামে
বেলা সোয়া ৩ টার দিকে হামলা ঘটনার পর বিকাল ৫টার দিকে মারা যান মুক্তি। অভিযুক্ত বখাটে হচ্ছেন,একই গ্রামের শামছু মিয়ার ছেলে, মোঃ কাউছার মিয়া (১৯)।
বারহাট্রা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, কাউছারকে ধরতে ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অভিযান চালায়।
থানায় এই হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানায় মামলা দায়েরের পর কাউছারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদারতে সোপর্দ করা হবে। ওসি জানান, মুক্তি বিদ্যালয় ছুটির পর তার দুই বান্ধবীর সাথে বাড়ি ফিরছিলেন।
পথে কাউছার অতর্কিত ভাবে দা দিয়ে এলাপাথারি কুপিয়ে গুরুতর আহত করে মুক্তিকে। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইদুল
ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুক্তি রাণী বর্মনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার সময় রাস্তায় মারা যান মুক্তি। লাশের মযনাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হযেছে।