একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেত্রকোণার শহীদ মিনারগুলোতে জনতার ঢল নামে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২.০১ মিনিটে নেত্রকোণা পৌরসভার আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষক/শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ।
এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।