জাহাঙ্গীর আলম ,নেত্রকোণা প্রতিনিধিঃ
তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দমন নিপীড়ন, সংসদ বাতিল ও নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে পদযাত্রা কর্মসূচীতে সরকার দলের হামলা ও এসময় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ঘটনার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে জেলা বিএনপি। আজ দুপুরে পৌর শহরের কুড়পারস্থ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের বাসায় এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় হামলা ও গ্রেফতার ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালি, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আজ সকালে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচী বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীরা সমবেত হতে থাকলে তাদেরকে ধাওয়া করে আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীরা। এসময় দুটি বাসায় হামলা, গাড়ি ভাংচুরসহ অন্তত ৫০-৬০জন আহত হয় এবং পুলিশের হাতে বিএনপির ১৬ নেতাকর্মী আটক পুলিশ এমটাই দাবী করেন জেলা বিএনপির আহব্বায়ক ডাঃ আনোয়ারুল হক।