নেত্রকোনা জেলা বিএনপির পদযাত্রা শেষে হাতবোমা বিস্ফোরণ, ভাংচুর, আটক ৬
জাহাঙ্গীর আলম,নেত্রকোনা প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে হাতবোমা বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। আটক হওয়া প্রত্যেকেই বিএনপি দলীয় নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের বনুয়াপাড়া এলাকা থেকে পদযাত্রা বের হয়ে আবু আব্বাস ডিগ্রী কলেজের সামনে এসে শেষ হয়। এতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ অন্যরা।
নেত্রকোনা মডেল থানার ওসি মোঃ লুৎফুল হক জানান, সকাল সোয়া ৮টার দিকে বিএনপি পদযাত্রা কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় কিছু উশৃংখল নেতা-কর্মী শহরের কুড়পাড় এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটায়। সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে।
এসময় পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৬জনকে আটক করা হয়। আটকৃতরা হলো (১)জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজল তালুকদার,(২)নেত্রকোণা সদর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোকসেদুল আলম রাজীব, (৩)সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক শাহেদ মুন্না,(৪)মদন উপজেলার যুবদলের যুগ্ন আহব্বায়ক অলি উল্লাহ,(৫)আমতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাফায়েত হোসেন ৬ জন কে আটক করে।
এরা সবাই বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী। অভিযানে নাশকতা তৈরীর জন্যে তাদের মওজুদ রাখা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রও জব্দ করা হয়।