নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৪ জন আহত
জাহাঙ্গীর আলম,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সাহতা ইউনিয়নের বড়গাওয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৪ জন আহত হয়েছেন,এ ঘটনায় আহত ব্যক্তি জুয়েল মিয়া বাদী হয়ে বারহাট্রা থানা লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন আব্দুর রাজ্জাক (৬০) তার স্ত্রী মাকসুদা বেগম(৫৫),তাদের ছেলে জুয়েল মিয়া (৩৪) অটোর ড্রাইভার রিফাত মিয়া কেউ আহত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী মাকসুদা কে ময়মনসিংহ হাসপাতালে রের্ফাড করে। অন্য দুইজন নেত্রকোনা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
লিখিত অভিযোগ সূত্রে জুয়েল মিয়া জানান
দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল আমার চাচাদের সাথে।এরই জের ধরে গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল অনুমান ৯ টার সময়,আমার বাবা আব্দুর রাজ্জাক বীজ তলায় কাজ করছিল,
এসময় বিবাদী মোঃ কাজল মিয়া (৬৫),চন্দন (৪০),সৌরভ মিয়া (১৮),মোছাঃ ইয়াসমিন আক্তার(৪৫),মীম আক্তার (১৯),মোছাঃ জবা আক্তার (২৫),বিলকিস আক্তার সহ তারা সকলেই আমার বাবা কে একা পেয়ে কুপিয়ে জখম করে,পরে আমার খবর পেয়ে নেত্রকোনা থেকে আমার মা ঠাকরাকোনা বাজারে যাওয়া মাত্রই মাকে কুপিয়ে জখম
করে,এরপর আমার মা বাবা কে উদ্ধার করতে আমি এবং আমার অটোর ড্রাইভার রিফাত কে নিয়ে ঠাকরাকোনা বাজারে যাওয়া মাত্রই আমাকে সহ সৌরভ কে কুপিয়ে জখম করে তারা।পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসক আমার মা এবং বাবা কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপর দিকে আমি ও আমার অটোর ড্রাইভার রিফাত মিয়ানেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্রা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।