মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় উদীচীর উৎসব অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। ১৯ মার্চ (শনিবার) অনুমান রাত ৮টা ও গভীর রাতে বড়দিয়া ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা উৎসব মঞ্চের পিছনে ভবন সংলগ্ন গাছে লেগে আগুন ধরে যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উদীচী বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা ও খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ, নির্বাহী সদস্য বিধান চন্দ্র দাশসহ সংশ্লিষ্টরা জানান, ওই স্কুলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়দিয়া শাখা সংসদের ২ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে অনুমান রাত ৮টার দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় উৎসব মঞ্চের পিছনে ভবন সংলগ্ন গাছে আগুন ধরে গেলে আমরা নিবৃত করি।
পরবর্তীতে রাত সাড়ে ৯ টার দিকে আবারও হামলা হয়। কিন্তু ওই বোমাটি বিস্ফোরণ হয়নি। তাৎক্ষণিক মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানালে নিরাপত্তার স্বার্থে চৌকিদারসহ অবস্থান করে এবং রাত সাড়ে ১০ টায় উৎসব অনুষ্ঠান শেষ হয়। গভীর রাতে দুর্বৃত্তরা আবারো উৎসব মঞ্চে হামলা করলে আগুন ধরে যায় এবং নিরাপত্তায় নিয়োজিত চৌকিদারদের ডাক চিৎকারে সাউন্ড সিষ্টেমের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ঘটনায় জড়িতদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন তারা। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদে বিকাল সাড়ে ৪টায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
এ ঘটনায় নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, তাদের কোন প্রতিপক্ষ থাকতে পারে। যারা অনুষ্ঠানটি নষ্ট করতে চেয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।