পটুয়াখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরাধী দিবস পালন
পটুয়াখালী প্রতিনিধি।।
উন্নয়ন, শান্তি নিরাপত্তার লক্ষ্য, দুর্নীতির বিরুদ্ধ আমরা ঐক্যবদ্ধ এ শ্লােগানক সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরাধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে সর্বস্তরের জনগনের অংশগ্রহনে প্রায়ঘটাব্যাপী মানববন্ধন করা হয়। পরে উপজলা দূর্নীতি প্রতিরাধ কমিটির অস্থায়ী কার্যলয় জেলা দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরাধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা দূর্নীতি প্রতিরাধ কমিটির অস্থায়ী কার্যলয় আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলন উপজেলা নির্বাহী কর্মকর্তা মােসা. নাফিসা নাজ নীরা। বিশষ অতিথি ছিলন উপজেলা কষি কর্মকর্তা কষিবিদ মােহাম্মদ জাফর আহমদ, থানার ওসি (তদন্ত) অনুপ দাস, উপজেলা দূর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল, সাধারন সম্পাদক মাে. মাশারেফ হােসন,
মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, দশমিনা রিপার্টাস ইউনিটির সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জী, দশমিনা উপজেলা প্রসক্লাবের সভাপতি বেল্লাল হােসন, প্রতিরাধ কমিটির সদস্য মাে. মােয়াজ্জম হােসন আলতাফ মিয়া, মাের্শদা বেগম, তাহমিনা সুলতানা, কেয়া বগম, বিপ্লব কুমার দেবনাথ, আলহাজ জামাল হােসন,
কােডক প্রতিনিধি, ব্র্যাক প্রতিনিধি, সততা সংঘর সদস্যসহ উপজলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক-শিক্ষার্থীরা প্রমুখ।