পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় সুমাইয়া আক্তার(১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। বুধবার দুপুর ১টায় দিকে দশমিনা এক নম্বর ওয়ার্ডে নানা বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। উপজেলার সদর ইউনিয়নের দশমিনা গ্রামের নানা বাড়ি থেকে আত্মীয়স্বজনরা ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছেন।
মোসা. সুমাইয়া আক্তার ওই এলাকার মো. নজরুল ইসলামের বড় মেয়ে এবং একটি কলেজের দ্বাদশ শ্রেনীতে পড়াশুনা করেন। পরিবারিক সূত্রে জানা যায়, ওই এলকার মো. কালাম মিয়ার (নানা) বড়িতে থেকে ছোট বেলা থেকে পড়াশুনা করে সুমাইয়া। নানা- নানির আদরের ছিলো সুমাইয়া।
নানা ও নানি মারা যাবার পর সুমাইয়া মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। সুমাইয়ার বাবা-মা সুমাইয়াকে ঢাকা, বরিশাল মানষিক ডাক্তার দেখালেও পুরোপুরি সুস্থ হয়নি।দুপুর ১টার দিকে নান বাড়ির ঘরের আড়ার সাথে সুমাইয়া গলায় ফাঁস দিয়ে জুলে আছে দেখতে পেয়ে মামি আসমা বেগম ডাক চিৎকার দিলে স্বজনরাসহ স্থানীয়রা সুমাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন চন্দ্র হাওলদার মৃত ঘোষনা করেনে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, সুমাইয়ার মরদেহ থানা আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন ও এঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।