পটুয়াখালীতে বিএনপির মশাল মিছিল
পটুয়াখালী, প্রতিনিধি ;
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার ষষ্ঠ দফার অবরোধের সমর্থনে পটুয়াখালী জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মঙ্গলবার দিবাগত-রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী রুস্তম মৃধা কালভার্ট থেকে মশাল মিছিল শুরু করে কলাতলা বাজারে এসে শেষ হয়।জানা যায়, পটুয়াখালী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রুস্তম মৃধা কালভার্ট এলাকায় জড়ো হয়ে মশাল মিছিল শুরু করে।
এ সময় তারা তফসিল ও নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগান দিতে দিতে মশাল মিছিল নিয়ে কলাতলা বাজারের কাছে এসে মিছিল শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন। মশাল মিছিল সংশ্লিষ্ট বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি বিএনপির মিডিয়া সেল থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। মশাল মিছিলে পটুয়াখালী জেলা ছাত্রদল, যুবদল।শ্রমিকদল,সেচ্ছাসেবকদলসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।
এবিষয়ে বিস্তারিত জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসের ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, কোথাও মশাল মিছিল হয়েছে কি-না এ ধরনের খবর আমার কাছে নেই।উল্লেখ্য, গত ২৮অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো।
এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকেই গ্রেপ্তার করা হয়। পরে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পাঁচ দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে দলটি।








