পটুয়াখালীতে সাড়ে ৫শ’ দুস্থ নারীর মধ্যে ভিডাব্লিউবি’র চাল বিতরণ
সন্ধ্যায় ব্যানার্জি,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নে সাড়ে ৫শ’ জন দুস্থ নারীর মধ্যে জানুয়ারী-মে মাসের ভিজিডির (ভিডাব্লিউবি) বই ও চাল বিতরণ করা
হয়েছে। সোমবার সকাল ১০টায় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪নম্বর ও ৫নম্বর ওয়ার্ডের চাল বিতরণের মধ্যে দিয়ে বিতরণ কার্যক্রম সম্পূর্ন করা হয়।
এসময়-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, ট্যাক অফিসার ডা. জাহিদ হাসান, উপজেলা
আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপিত ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল কাদের, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. মহিউদ্দিন ও ইউনিয়ন পরিষদের সাধারন-সংরক্ষিত সদস্যসহ স্থানীয় গন্যমার্নব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, আমার ইউনিয়নে সাড়ে ৫শ’ দুস্থ নারীদের মধ্যে ভিজিডির (ভিডাব্লিউবি) রোববার সকাল থেকে গতকাল সোমবার জানুয়ারী-মে পর্যন্ত এ চাল বিতরণ করা হয়।
এবিষয়ে দশমিনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্প শুরু হয়েছে।