পটুয়াখালীতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি।।
প্রতি বছরের ন্যায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীতে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৪ পালিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের আয়োজনে জুবিলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়য় সড়ক থেকে বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষের অংশ গ্রহনে রথ যাত্রার র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুরস্থলে এসে শেষ হয়। পরে ইসকন মন্দিরে শ্রী পাদ দুর্লভ প্রেম দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সাংবাদিক এ্যাডভোকেট কাজল বরন দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাঈনুল হাসান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম সোয়েব ও বিশিষ্ট ব্যবসায়ী গোপাল কর্মকার সহ অন্যান্য।
এদিকে, পটুয়াখালী পুরাতন বাজার মদন মোহন জিঁউর আখড়া বাড়ি থেকে একটি রথ যাত্রার র্যালী বের করা হয়।