পলাশবাড়ীতে মৃত ব্যাক্তির লাশ দাফন করতে দেয় নি ইউপি চেয়ারম্যান।। ফাকা কবরে কলা গাছ দিয়ে মাটি চাপা
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা :
সামাজিক দ্বন্দের কারনে গাইবান্ধার পলাশবাড়ীতে মন্টু গাছু (৭৫) নামে এক ব্যাক্তির লাশ দাফন করতে দেয় নি পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমান ও তার বাবা আজিজার রহমান ডিলার।
ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারী সোমবার উপজেলার পবনাপুর ইউপির পুর্ব গোপীনাথপুর গ্রামে।
সরেজমিন তথ্যানুসন্ধানে জানাযায় পুর্ব ফরিদপুর গ্রামের মৃত লস্কর গাছুর ছেলে মন্টু গাছু ( ৭৫) বাধ্যর্ক জনিত কারনে ইন্তেকাল করেন।
মৃত্য ব্যাক্তিকে দাফনের জন্য পুর্বগোপিনাথপুর গ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন একটি কবর স্থানে কবর খনন করা হয়।
জানাযাসহ লাশ দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করে লাশ কবরস্থানে নিয়ে আসার প্রাক্কালে ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান ও তার বাবা আজিজার রহমান ডিলার মৃত ব্যাক্তির লাশ এই সমাজের নয় বলে দাফনে অস্বীকৃতি জানায়।
পরে মৃত ব্যাক্তির আত্নীয় স্বজন লাশ ফেরত নিয়ে অন্যাত্র কবর খনন করে ইসলামি শরীয়ত মোতাবেক দাফন কাজ সম্পাদন করেন।পাশাপাশি পুর্বের খননকৃত কবরে কলাগাছ দিয়ে মাটি ভরাট করা হয়।
গোপিনাথপুর গ্রামের নাজিমুদৌলা বাধন বলেন ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমান মানবতাকে গলা টিপে হত্যা করেছে।বিষয়টি সত্যি বেদনাদায় অমানবিক ও দুঃখ জনক।
সাংবাদিক বাবুল ফকির বলেন ঘটনাটি শতভাগ সত্যতা রয়েছে।এমন অমানবিক কাজ একজন ভালো মানুষ করতে পারে না।
এ ব্যাপারে জানতে চাইলে পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান বলেন সামাজিক ভাবে লাশ দাফন করার জন্য বাধাগ্রস্ত করা হয়েছে।
পরে তিনি মৃত ব্যাক্তির পরিবারকে লাশ ফেরত নিয়ে এসে পুর্বের কবরস্থানে দাফন করার অনুরোধ করলে তা আর সম্ভব নি।তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।