রুবেল মিয়া, রংপুর
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের লোকজন কর্তৃক এক কৃষকের ফসল বিনষ্টের ঘটনায় থানায় মামলা হয়েছে । ঘটনাটি উপজেলার দ্বারিকাপাড়া তাজপুর গ্রামে ।
অভিযোগে জানা গেছে, উপজেলার দ্বারিকাপাড়া তাজপুর গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান খাসা দীর্ঘ দিন ধরে তার বাড়ীর পার্শেই ক্রয়কৃত নিষ্ঠক জমিতে চাষাবাদ করে আসছেন । চলতি মরশুমে ক্রয়কৃত উক্ত জমি গুলোতে সরিষা ও মাষকালাই সহ বিভিন্ন ফসল উৎপাদন করেছেন । এদিকে প্রতিনিয়ত দ্বারিকাপাড়া গ্রামের নওয়াব আলীর পক্ষের লোকজন গরু ছাগলের মাধ্যম সহ বিভিন্ন ভাবে উক্ত ফসল বিনষ্ট অব্যহত রাখে ।
এদিকে চলতি সনের ৯ জানুয়ারী মোস্তাফিজার রহমান তার উৎপাদিত ফসলের জমিতে কাজ করছিলেন । সে সময় প্রতিপক্ষ নওয়াব আলীর পক্ষের লোকজন উক্ত জমিতে প্রবেশ করে মোস্তাফিজার রহমানকে আহত করে । সংবাদ পেয়ে মোস্তাফিজার রহমানের পুত্র তারা মিয়া ও ভাতিজা মোশাইদুল ইসলাম এগিয়ে আসিলে নওয়াব আলীর পক্ষের লোকজনের হামলায় তারাও আহত হয় । এ সুযোগে নওয়াব আলীর পক্ষের লোকজন
মোস্তাফিজার রহমানের উৎপাদিত সরিষা ও মাশকালাই এর ক্ষেত বিনষ্ট করে । এতে মোস্তাফিজার রহমানের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ফসল বিনষ্ট হয় । পরে গুরতর আহতাবস্থায় তারা মিয়া ও মোশাইদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মোস্তাফিজার রহমান স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করেন ।
এ ব্যাপারে মোস্তাফিজার রহমান ১২ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন । যার নং-৩৭, তাং-১৯/০২/২৩ ইং । পীরগঞ্জ থানার এসআই মাহাবুর রহমান মামলাটির তদন্ত করছেন । ভুক্তভোগী কৃষক মোস্তাফিজার রহমান এ ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ।