প্রত্যাহার হলেও থানা ছাড়েননি ভারপ্রাপ্ত কর্মকর্তা
মাটি মামুন রংপুর:
কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার ভিডিও
ফাঁসের ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির
হোসেনকে প্রত্যাহারের আদেশ দেওয়া
হলেও তিনি কর্মস্থল ছাড়েননি।
জাকিরকে গতকাল সন্ধ্যা পর্যন্ত
থানায় দায়িত্ব পালন করতে দেখা
গেছে।
যদিও তাঁকে এখান থেকে ২৪
এপ্রিল প্রত্যাহার করে নেওয়ার আদেশ
জারি করা হয় বলে জেলা পুলিশ
সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।
পুলিশ সুপার ফেরদৌস আলী
চৌধুরী স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা
হয়, জাকিরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ওআর
হেডকোয়ার্টার্স, পুলিশ লাইনস রংপুরে
সংযুক্ত করা হয়েছে।গতকাল ওসি জাকির বলেন,‘আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এ কারণে এখনো আছি।স্যার (পুলিশ সুপার)
যেভাবে বলবেন, আমি সেভাবেই যাব।
যোগাযোগ করা হলে পুলিশ সুপার
বলেন, “পুলিশ লাইনসে সংযুক্তির
আদেশর অনুলিপি পুলিশের ঊর্ধ্বতন
দপ্তরেও দিয়েছি।সেখান থেকেও আদেশ আসবে।হয়তো সেই আদেশের অপেক্ষায় আছেন ওসি।