প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদ,
পালানোর সময় গ্রেফতার ; রিমান্ড চাইবে পুলিশ
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ‘পালিয়ে যাওয়ার’ সময় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আনিসুর রহমান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আবু সাইদ চাঁদ প্রাইভেট কারে করে পালানোর চেষ্টা করছিলেন। এসময় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। পুঠিয়া থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে। তদন্তকারী কর্মকর্তা তদন্তের প্রয়োজনে রিমান্ডের আবেদন করবেন।
পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় মহানগরে ৪টাসহ জেলায় ৬ থেকে ৭টি মামলা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ২৬টি মামলা রয়েছে।
গত শুক্রবার (১৯ মে) পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্ত্যবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।