আবু নাসের হুসাইন, ফরিদপুর:
ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদারের সাথে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী,
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পরিতোষ বাড়ৈ, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবুসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউপি সদস্য ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা জরুরী। জন্ম নিবন্ধন ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। শিশুর জন্ম হলেই আপনারা ইউনিয়ন পরিষদে এসে তার জন্ম নিবন্ধন করে নিবেন। আপনাদের সব ধরনের সেবা দিতে আমরা প্রস্তুত আছি