ফরিদপুরের ভাঙ্গায় অসহায় এতিমদের সাথে ইফতার করলেন এমপি নিক্সন চৌধুরীর
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসায় এতিমদের সাথে ইফতার করলেন এমপি নিক্সন চৌধুরী। রোববার সন্ধ্যায় দোয়া মাহফিল এতিমদের সাথে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর -৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনি বলেন, এই মাদ্রাসার ১৫০ জন এতিম আগামীতে ভালো খাবার পেতে আমি তার সব ব্যবস্তা করবো।
সেই সাথে মাদ্রাসার জন্য ৩য় তলার উপর ৪ তলা ভবন নির্মাণ করে দিব বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি । আপনারা উন্নয়ন আর মূল্যায়ন কে মূল্য দিয়ে আগামীতে বিপুল ভোটে এই কাউলীবেড়া থেকে নির্বাচিত করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান হাবিব, ফরিদপুর জেলা পরিষদের সদস্য আশিক মোল্লা স্বপন,
কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন কবির, নওরোজ জমাদ্দার, লিটু মোল্লা, শেখ আরাফাত, কাউসার আকন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক সহ স্থানীয় শত শত গন্যমান্য ব্যাক্তিবর্গ ।বক্তব্য শেষে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন, দারুসসুন্নাহ মাদ্রাসার মোহতামিম মাওলানা শফিকুল ইসলাম।