আবু নাসের হোসাইন,ফরিদপুর প্রতিনিধি:
বিএনপির পূর্বঘোষিত, সারাদেশের সাথে একযোগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচনসহ, ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার কাউলিকান্দা সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান (হবি),
বিএনপি নেতা এনায়েত হোসেন, আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক এইস এম সামচউদ্দিন, সালথা উপজেলা ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমেই এই সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। আগামী ১৬ জানুয়ারি জেলা উপজেলায় বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।