বগুড়ায় র্যাবের অভিযানে ২শ ৪২বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক
বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ায় র্যাবের তল্লাশি অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক করেন।
বগুড়া র্যাব-১২ এর সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় ,বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে র্যাব। একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২শ ৪২বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িত দুই জন ব্যক্তিকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ করেন।
আটককৃত ফেনসিডিল ব্যবসায়ীরা লালমনিরহাট পাটগ্রামের জামগ্রাম এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে আবু শহিদ (৪৫) এবং পাটগ্রামের নবীনগর এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩২)। উক্ত অভিযানে লালমনিরহাট থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকে মাদক দ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল। পথিমধ্যে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকস টহল টিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে।
এতে একটি ট্রাকে তল্লাশিকালে ২শ ৪২বোতল ফেন্সিসডিল পাওয়া যায়। মাদক দ্রব্যসহ হাতেনাতে দুইজনকে আটক করা হয়। সেই সাথে মাদক দ্রব্য পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করাসহ আটককৃতদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন ,বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে ।