বগুড়ায় ৫ কেজি গাঁজা মোটর সাইকেল সহ দুলু মিয়া গ্রেফতার মিজানুর রহমান আশিক, ( সদর) বগুড়া: 
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী থেকে বগুড়া শেরপুরগামী একটি মোটর সাইকেলযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়াস্থ শাহীন ও হাবীব হাউস এর সামনে বগুড়া টু ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে  পিতা- মৃত জাফর আলীর ছেলে  মোঃ দুলু মিয়া (৩৪) কে ৫ কেজি গাঁজা, ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। উল্লেখ্য যে,
ধৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানা, বগুড়ায় ১টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
								
								
															
			
		    







