জাফরুল সাদিক,বগুড়া প্রতিনিধি ঃ
মাঠে হাসছে নানা জাতের ফসল। এরমধ্যে সরিষা কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার সারিয়াকান্দির চাষীরা।তাদের যেন দম ফেলানোর সময়নেই। আঙ্গিনায় শোভা পাচ্ছে সরিষার মাচা। চাষীরা জানান,চলতি মৌসুমে সরিষার ফলন ও বাজার মূল্য কম হওয়ায় হতাশায় পরেছেন তারা।
জমি থেকে সরিষা তুলে খরচের টাকা তুলতে হিমসীম খাচ্ছেন। এ বছর ২ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যেসকল চষীরা অগ্রীম সরিষার আবাদ করেছে তাদের ফলন ভাল হলেও দেরিতে যারা আবাদ করেছেন তাদের ফলন অনেক কম হয়েছে। সরিষার ফলন না পেয়ে হতাশ চাষীরা।
প্রচন্ড শীতের কারনে এবার সরিষার ফলন ভাল কমেছে। সরিষা বিক্রি করে খরচ তোলাই এখন দায় হয়ে পড়েছে। প্রতিবিঘা জমিতে ৩/৪ মন সরিষা পাওয়া যায়। উপজেলার বিভিন্ন হাটে-বাজারে প্রতি মন সরিষা ২হাজার ২শ’ হতে ২হাজার ৪শ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প পরিশ্রমে চাষীরা সরিষা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় বাজারগুলো সরগড়ম হয়ে উঠেছে।
উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, আমাদের কৃষি অফিসের পরামর্শের কারনে সরিষা চাষে ঝুকে পড়ছেন চাষীরা।তাছাড়াও চাষীদের যাবতীয় কারীগরি সহযোগিতা দিয়ে আসছি।