বদলগাছীতে এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে মানববন্ধন
ফিরোজ হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ এক দফা এক দাবী, এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন করতে হবে। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চলবে না, চলবে না। এক দেশে দুই নীতি মানবো না মানবো না।
এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন বদল গাছী উপজেলা বে -সরকারী স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতি।
সোমবার (২৭ মার্চ) সকাল ১০টায় বদলগাছী উপজেলা মোড়ে এই মানব বন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
বদলগাছী উপজেলা বে-সরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে উক্ত মানব বন্ধনে শিক্ষক আতিক রাজু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ শাখার সাঃ সম্পাদক নজরুল ইসলাম,
উপজেলা এমপিও ভুক্ত বে-সরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাঃ সম্পাদক নাজমুল হক, মাসুদ আলম প্রধান শিক্ষক মল্লিক পুর উচ্চ বিদ্যালয়, এম জামান সহকারী শিক্ষক মুক্তি নগর দাখিল মাদ্রাসা, মামুনুর রশীদ
প্রধান শিক্ষক গোবর চাপা উচ্চ বিদ্যালয়, মাসুদ রানা প্রধান শিক্ষক সন্যাস তলা, নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় সহ আরো অনেক শিক্ষক বৃন্দ।
এসময় বক্তাগন বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড শক্তিশালী করতে হলে শিক্ষককে শক্তিশালী হতে হবে। একজন শিক্ষককে যদি দুবেলা দুমুঠো ভাত কাপড়ের চিন্তা করতে হয় তাহলে জাতীর মেরুদণ্ড
শক্তিশালী হবে কি করে। তাই আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে আগে শক্তিশালী করুন। এক দেশে দুই নীতি মেনে নেয়া যায়না। তাদের এই দাবি না মানা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
শিক্ষকদের এই মানব বন্ধনে এলাকার সচেতন মহল একাত্মতা প্রকাশ করে বলেন এটি তাদের যৌক্তিক দাবি। এটি সরকারের মেনে নেয়া উচিত বলেও মন্তব্য করেন।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক প্রদানের মধ্য দিয়ে অদ্যকার কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।