বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন
ফিরোজ হোসেন বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নি স্নানে শুচি হোক ধরা
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কর্মসৃচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪’ই এপ্রিল) শুক্রবার সকাল
সাড়ে ৮ টায় থানা মোড় হতে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় গরু গাড়ি ও ঘোড়া গাড়ি, জেলে, তাঁতিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে অসাস্প্রদায়িক বঙ্গবন্ধু কুইজ, রচনা প্রতিযোগিতার
আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু
রায়হান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে ছাব্বির আহম্মেদসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন দলীয় রাজনৈতিক ব্যাক্তি সহ বিভিন্ন পেশার মানুষ।