বসুন্দিয়ায় ডাকাত পড়েছে মাইকে ঘোষনা দিয়ে মারধরে নিহত-১ আহত-৪
নিজস্ব প্রতিবেদক :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছী গ্রামে ভোর রাতে মাইকে ঘোষনা দিয়ে ডাকাত পড়েছে, গ্রামবাসীর সহায়তায় একাধিক মামলার দাগী আসামি মাসুদ রানা (৪০) নামের একজন ঘটনা স্থলেই গণপিটুনিতে নিহত এবং চারজন আহত। ঘটনাটি ঘটেছে উপজেলার গাইদগাছী গ্রামে ২৪ আগষ্ট ভোর রাতে
জুলফিকারের শশুর বাড়িতে। তবে প্রশাসন ধারনা করছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোররাতে কে বা কারা মসজিদের মাইকে ডাকাত পড়েছে এমন একটি ঘোষণা দেয়। ঘোষণার পর পর গ্রামবাসী ওই বাড়ির চারিদিক ঘেরাও করে ওখানে থাকা বিভন্ন মামলার দাগী আসামি মাসুদ রানা সহ ৬/৭ জন অবস্থান করছিল এসময় গণপিটুনি শুরু করে জনগন। গণপিটুনিতে ঘটনা স্থলেই মাসুদ মারা যান। অপর চারজনকে গুরুতর আহত করেছে।
আহতদের যশোর জেনারেল হাসপাতাল ও অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এঘটনা স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কামরুজ্জামান সহ একটি চৌকস পুলিশ দল খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহত মাসুদ রানা সহ আহত চারজন যুবককে সকালে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে তাদের যশোর ও অভয়নগর থানায় পাঠিয়ে দেন।
পুলিশ বলেছে ঘটনার রাতে গাইদগাছীর একটি বাড়িতে কিছু যুবক মাদক দ্রব্যের নেশা করছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবক তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনা স্থলে ৫ জন আহত হয় তারমধ্যে বিভিন্ন মামলার দাগী আসামি মাসুদ রানা নিহত হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ইনচার্জ ওসি তাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
কয়েকজন যুবক ওই বাড়িতে নেশা করছিল এমন সময় অতর্কিত হামলা চালায় এবং মাসুদ রানা সহ সকলকে আহত করে। এসময় মাসুদ ঘটনা স্থলেই মারা যায়। তিনি আরো জানান, মাসুদ রানা বিভিন্ন থানার ১৭ মালার দাগী আসামি। ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।