
বাঁশখালীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া সমুদ্র সৈকতের খানখানাবাদ পয়েন্ট থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে স্থানীয় জেলেরা সমুদ্রে মাছ ধরতে গেলে ওই অজ্ঞাত লাশটি দেখতে পেয়ে বাঁশখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।প্রাথমিকভাবে লাশটি আশপাশে তদন্ত করে কোন কিছু পাওয়া সন্ধান পাওয়া যায়নি।তবে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করার খবরটি এলাকায় ছড়িয়ে পড়ায় পর উদ্ধারকৃত লাশটি ৪ নং বাহারছড়া ইউনিয়নের রত্নপুর মৈজার বর বাড়ির মৃত খাইর আহমেদর স্ত্রী কাজমা খাতুন (৭০) বলে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দীন পিপিএম জানান, বাঁশখালী সমুদ্র সৈকতে অজ্ঞাত লাশের খবরের বিষয়ে স্থানীয়দের কাছ জানতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মহিলার লাশ রত্নপুর এলাকার খাইর আহমদের স্ত্রী কাজমা খাতুন (৭০) বলে জানা গেছে,মুলত ওই মহিলা দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তাদের পারিবারিক সুত্রে জানতে পেরেছি,আর লাশটি ইউপি সদস্য সাহাব উদ্দিনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।






