মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে অন্যজনকে বাঁচতে গিয়ে এলোপাথাড়ি দায়ের কোপে রিকশা চালক মোঃ কোরবান আলী (৩৪) নামে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত পৌনে ৯.১৫মি. সময় মৃত্যুবরণ করেন, থানা পুলিশের দক্ষতাই মুল হোতা গ্রেফতার।এ ঘটনায় গুরুতর আহত অন্তত আরও দু’জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এদের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।
শনিবার (১৪ জানুয়ারী) বিকেল ৫.১০ মিনিটের সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ আদর্শগ্রাম ৯নং ওয়ার্ড এলাকার বাঁশখালী ইকোপার্ক সড়কে স্থানীয় আপু মিয়ার চা দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রিকশা চালক মোঃ কোরবান আলী পৌরসভার দক্ষিণ জলদী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত হাকীম আলীর পুত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধিন আছেন শীলকূপ আদর্শ গ্রামের ৯নং ওয়ার্ড এলাকার মুনশী মিয়ার পুত্র আবু সৈয়্যদ (৫০), অপরজন একই এলাকার মীর হোসাইন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আবু সৈয়দের সাথে জমির উদ্দিন প্রকাশ কালু’ চোরার জায়গা জমির বিরোধ ছিল।কোরবান আলী যাত্রী নিয়ে ইকোপার্ক সড়কে স্থানীয় আপু মিয়ার চা দোকান সংলগ্ন এলাকায় আসলে দেখতে পায় মোঃ জমির উদ্দিন প্রকাশ কালু চোরা তার হাতে থাকা দ্যা দিয়ে আবু সৈয়দ নামের একজন লোককে এলোপাথাড়ি দ্যা দিয়ে কোপ মারতে থাকে কালু।মুহূর্তে কোরবান আলী আবু সৈয়দকে বাঁচাতে গেলে আসামি জমির উদ্দিন প্রঃ কালু চোরা রিকশা চালক কোরবান আলীকেও হঠাৎ এলোপাথাড়ি কোপাতে থাকেন এতে তার গর্দান, পায়ের উরু ও মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় অপর দু’জনও তার দায়ের কোপে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেক প্রেরণ করেন।এ ঘটনায় গুরুতর আহত কোরবান আলীকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাঁশখালী থানা পুলিশের ওসি (তদন্ত) সুমন চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় কোরবান আলী নামক একজন রিকশাচালক চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।আটকে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন পিপিএম জানান,জায়গা জমির বিরোধ নিয়ে আবু সৈয়দ নামের একজনকে জমির উদ্দিন প্রঃ কালু চোরার এলোপাতাড়ি দ্যা দিয়ে কোপাতে তাকে তা দেখে কোরবান আলী ওই লোকটিকে রক্ষা করতে গেলে ওই মূহুর্তে রিকশাচাল কোরবান আলীকেও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত হয়ে মৃত্যু বরণ করে,খবর পেয়ে সাথে সাথে অভিযানে নেমে আসামি
জমির উদ্দিন প্রঃ কালু চোরাকে গ্রেফতার করেছি।