চট্টগ্রামের বাঁশখালীতে ২ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ,এসময় ৩২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।ধৃত আসামীরা হলোঃকালীপুরের পালেগ্রাম ৪ নং ওয়ার্ডের জাফর আহমদ এর পুত্র মোঃ নেজাম উদ্দীন(২৫),সাধনপুর ইউপির বাণীগ্রামের মধ্যম পাড়া এলাকার মৃত মানিক চন্দ্র মল্লিক এর ছেলে সুমন মুল্লিক(৩৪)। ১ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে জেলা পুলিশ সুপার এস.এম.শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় বাঁশখালী থানা ওসির তত্বাবধান এবং রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের সহযোগিতায় এসআই মনোয়ার হোসাইন এর নেতৃত্বে সঙ্গীয়ফোর্স সদস্যরা ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন গুনাগরী মোড়ে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে,কয়েকজন মাদক ব্যবসায়ী বান্দরবান থেকে দীর্ঘদিন ধরে চোলাই মদ ক্রয় করে কালীপুরের ৪নং ওয়ার্ডস্থ পালেগ্রামের পেছির বাড়ী সংলগ্ন শেখ সৈয়দ হুজুরের মাজার এলাকায় বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।
এমন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন ডিউটিরত ফোর্সসহ পুলিশের আভিযানিক টিম ঘটনাস্থল পৌঁছালে পুলিশের উপস্থিতি টেরপেয়ে আসামীরা দ্রুত পালানোর চেষ্টাকালে ১ ও ২ নং আসামীদ্বয়কে ধৃত করে ৩২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ(যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা) উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এছাড়াও পালেগ্রামের ৪ নং ওয়ার্ডের সাবের আহমদ এর ছেলে মোঃ মোর্শেদ প্রঃ বাটু(২২),ওই ওয়ার্ডের মৃত্যু আবুল কাশেমের স্ত্রী ছকিনা খাতুন এবং একই ওয়ার্ডের ফারুখ মেম্বারের স্ত্রী রেনু আরা বেগমসহ অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে বলেও জানায় পুলিশ।
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে পুলিশ ধৃত করতে সক্ষম হয়, ধৃত আসামীদ্বয়ের কাছ থেকে দেশীয় তৈরি ৩২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে, আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এছাড়াও কালীপুরের ৪ নং ওয়ার্ডের পালেগ্রামের সাবের আহমদ এর ছেলে মোঃ মোর্শেদ (২২), ওই ওয়ার্ডের মৃত্যু আবুল কাশেমের স্ত্রী ছকিনা খাতুন (৩৮), একই এলাকার ফারুখ মেম্বারের স্ত্রী রেনু আরা (৪৫) নামে ৩ জন আসামী পলাতক রয়েছে।জনস্বার্থ এই অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হবে।