বাঁশখালীতে মারধর করে এক প্রবাসীর বাড়ি থেকে ঝমালামাল লুট,আহত ২
মোহাম্মাদ এরশাদ বাঁশখালী, চট্টগ্রাম::
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলায় নারীকে- মারপিট করে এক প্রবাসীর বাড়ি থেকে মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক আহত হয়েছেন।রোববার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩ টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লটমনি গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে বলে রামদাস মুন্সি হাট
পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।আহতরা হলেন- প্রবাসী মোঃ জামালের স্ত্রী নুসরাত জাহান সাথী, মা রাশেদা বেগম।স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলায় সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকার প্রবাসী মোঃ জামালের বাড়িতে হানা দেয় ৫ থেকে ৮ জনের ডাকাত দল।এসময় প্রবাসীর স্ত্রী নুসরাত জাহান সাথী তাদের প্রতিরোধ করতে চাইলে ধারালে অস্ত্র দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে।
এরপর পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে গেছে।আহত অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি বলেন,আমি প্রতিরোধ করতে চাইলে শুরুতেই তারা আমাকে মারপিট করে।আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে আমরা শাশুড়ি ওনাকে টানা হিঁচড়া শুরু করে মারধর। এরপর কোনো ধরনের প্রতিরোধ না করলে তারা মালামাল লুট করে। এক পযার্য়ের স্থানীয়রা এগিয়ে আসার খবর পেয়ে ডাকাত দর পালিয়ে যাওয়ার মূহুর্তে আমি একজনকে ঝাপটা ধরলে,তার গায়ে পড়া গেঞ্জি ও তার ব্যবহার কৃত মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়।তা ছাড়া তিনদিন আগে আমার বসত ঘরের পাশে দেশিও কিছু অস্ত্র স্ত্র
কে বা কাহারা রেখে যায়।পরে বিষয়ে টি আমার পরিবার গ্রাম পুলিশ বশির আহমদকে জানালে তিনি আপাতত কাউকে এই বিষয়টি অবহেলিত না করতে বলেন,তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।আমার উপর ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম বলেন,ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছলে আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী নুসরাত জাহান সাথী উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি এবং ঘটনাস্থল থেকে
ডাকাতের দল তাদের ব্যবহারিত একটি গেঞ্জি ও একটি মোবাইল ফোন জব্দ করি,ডাকাত দের গ্রেফতারের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।নুসরাত জাহান সাথী বাদি থানায় ডাকাতি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।